আমাদের বাংলাদেশ ডেস্ক:  দেশে প্রথম আন্তর্জাতিক ও গুনগত মানসম্পন্ন রাবার যন্ত্রাংশ তৈরী কারখানা স্থাপন করেছে নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড। এই রাবার ফ্যাক্টরীতে নৌবাহিনী ও কোষ্টগার্ডসহ অন্যান্য মেরিটাইম সংস্থার জাহাজ, সাবমেরিন, টাগবোট, পন্টুন, জেটিসহ অন্যান্য মেরিন রাবার আইটেম যন্ত্রাংশ তৈরী করা হচ্ছে। কারখানাটি সম্পূর্ণভাবে উৎপাদনে গেলে বছরে ৩০ হাজার কোটি টাকার যন্ত্রাংশ উৎপান সম্ভব হবে। সম্পূর্ন অটোমেটিক পদ্ধতিতে মাননিয়ন্ত্রণের মাধ্যমে পন্য উৎপাদিত হওয়ায় এ কারখানাটি ইতিমধ্যেই আর্ন্তজাতিক সনদও লাভ করেছে।

১৯৫৭ সালে রূপসা নদীর তীরে খুলনা শিপইয়ার্ড গড়ে উঠলেও নানা কারণে আশির দশকে তা রুগ্ন শিল্পে পরিণত হয়। ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৃতপ্রায় খুলনা শিপইয়ার্ডকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করার পর ২০১৩-১৪ সাল থেকে যুদ্ধ জাহাজসহ সব ধরনের জলযান তৈরিতে সক্ষমতা অর্জন করে শিপইয়ারর্ডটি। তবে, মানসম্পন্ন ক্ষুদ্র যন্ত্রাংশের কারখানা না থাকায় জাহাজ নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছিল।

এ অবস্থায় চলতি বছর আন্তর্জাতিক মানসম্পন্ন রাবার ফ্যাক্টরী স্থাপন করে খুলনা শিপইয়ার্ড লিমিটেড। বিশেষায়িত এ কারখানায় উন্নত প্রযুক্তি, প্রোডাকশন ও টেষ্ট ইক্যুইপমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল ও টেস্ট ল্যাবরেটরীর মাধ্যমে নৌবাহিনীসহ অন্যান্য মেরিটাইম সংস্থার জাহাজ, সাবমেরিনের রাবার যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে।

খুলনা শিপইয়ার্ডের রাবার ফ্যাক্টরিতে নিজস্ব ডিজাইন হাউজ, অত্যাধুনিক মেশিন, উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রেস, টেস্ট ইক্যুইপমেন্টসহ পূর্ণাঙ্গ ল্যাবরেটরী ও গবেষণাগার রয়েছে। যা দেশীয় শিল্পের সক্ষমতা সৃষ্টি করেছে। এদিকে, শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক বলছেন কারখানাটি পূর্ণ উৎপাদনে গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সাথে সাথে আয়ও বাড়বে ।