ঢাকা।। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (২২ এপ্রিল, সকাল ৮টা পর্যন্ত ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২০ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯০ জন। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭৭২ জনে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯২ জন।
আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৩৯০ জন। মোট শনাক্ত ৩ হাজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জনসহ মোট মৃত্যু হয়েছে ১২০ জনের। এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের ৭ জন পুরুষ, নারী ৩ জন। এদের মধ্যে ৭ জন ঢাকার। আর বাকি তিনজন ময়মনসিংহ, নারায়ণগঞ্জে ও টাঙ্গাইলের।
তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় ১৫০ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। বর্তমানে মোট ৯০০ জন আইসোলেশনে রয়েছেন। আর কোয়ারেন্টিনে রয়েছেন ৮৩,১৯৭ জন। এ পর্যন্ত দেশের ৫৫টি জেলায় করোনা সংক্রমণ হয়েছে। আক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। ঢাকা ও নারায়ণগঞ্জের পর আক্রান্তের হার সবচেয়ে বেশি নরসিংদী, গাজীপুর ও কিশোরগঞ্জে।