দৈনিক সময় বায়ান্ন-এর কেশবপুর প্রতিনিধি ইমরান হোসেন যশোর জেলা প্রতিনিধি পদে দায়িত্ব পেলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় দৈনিক সময় বায়ান্ন পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসা ইমরান হোসেন-কে পত্রিকা কর্তৃপক্ষ যশোর জেলা প্রতিনিধি হিসেবে মনোনীত করেছে। সম্প্রতি পত্রিকার সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী তাঁর নতুন দায়িত্ব কার্যকর করা হয়।
এর আগে জাতীয়, স্থানীয় ও অনলাইন পত্রিকায় দীর্ঘদিন ধরে কর্মরত আছেন তিনি। ইমরান হোসেন যশোরের কেশবপুর নিউজ ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।
দীর্ঘদিন কেশবপুর অঞ্চলে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করে আসা ইমরান হোসেন এখন থেকে যশোর জেলার সার্বিক সংবাদ কাভারেজে দায়িত্ব পালন করবেন। পত্রিকাটি জানায়, কাজের অভিজ্ঞতা ও ধারাবাহিকতা বিবেচনায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
ইমরান হোসেন বলেন,“পত্রিকা কর্তৃপক্ষ আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সচেতনতা ও নিয়মিত কাজের মাধ্যমেই পালন করার চেষ্টা করব।”নতুন দায়িত্ব পাওয়ায় সহকর্মী ও স্থানীয় সাংবাদিকরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।