সঞ্জয় কর্মকার যশোর থেকে।। যশোরে সন্ত্রাসপুত্র শাওনকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এখন ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে যশোরের ঝিকরগাছা থেকে তিন আসামীকে গ্রেপ্তার করা হয়। এসময় হত্যাকাজে ব্যবহৃত কুড়াল, মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারেরা হলেন, ঝিকরগাছার শংকরপুরের মুরগী ফার্মের রবিউল ইসলামের ছেলে ইয়াছিন হাসান (২০), একই গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফিজুর রহমান বিশ্বাস(৩০) ও ঝিকরগাছার শংকরপুরের গোলপাতা মসজিদ এলাকার আমিন মোড়লের ছেলে জয়(১৯)।
পুলিশ জানায়, গত ২২ জুলাই রাতে যশোরে শংকরপুরে কমিউনিটি পুলিশ অফিসের সামনে সন্ত্রাসী শাওন ইসলাম টুনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে অজ্ঞাতরা। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় বাদী হয়ে নিহতের পিতা আব্দুল হালিম অজ্ঞাত ৭-৮ জনের নামে মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্তে গিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের মধ্যে আন্ত:কলেহের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে আসামিরা জানান।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম