আমাদেরবাংলাদেশ ডেস্ক : পাকিস্তান ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র সাঈদ আনোয়ার। ভারতের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৯৪ রানের ইনিংস খেলেছিলেন এই সুপারস্টার। যা ছিলো সে সময়ের এক ইনিংসে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। ২০০৩ সালেই ক্রিকেটের ব্যাট-প্যাড তুলে রেখেছেন সাঈদ। বর্তমানে তিনি ধর্মপ্রচারক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। জানা যায়, ২০০১ সালে মেয়ে হারিয়ে জীবনই পাল্টে যায় সাঈদের। সেবার বাংলাদেশের বিপক্ষে টেস্টে শ্বাসরুদ্ধকর জয় পায় পাকিস্তান। দল জিতলেও অন্ধকার নেমে আসে সাঈদ আনোয়ারের জীবনে।
প্রসঙ্গত, সাঈদ আনোয়ার ১৯৬৮ সালের (৬ সেপ্টেম্বর) জন্মগ্রহণ করেন। পাকিস্তানের জার্সি গায়ে তিনি ৫৫টি টেস্ট ম্যাচ খেলে ১১টি শতকসহ ৪০৫২ রান সংগ্রহ করেছন। ২৪৭টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলে ৮৮২৪ রান সংগ্রহ করেছেন। তিনি এই সীমিত ওভার খেলায় ২০টি শতক করেছেন যা পাকিস্তানী যে কোন খেলোয়াড়ের চেয়ে বেশি
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম