নিজস্ব সংবাদদাতা।। ধামরাইয় থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৮০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এসময় তিনি বলেন গতকাল শনিবার রাত্রে ধামরাই থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-মো: সাদ্দাম হোসেন (২২) তিনি পঞ্চগড় জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব জানায়,গতকাল শনিবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪,সিপিসি-২ এর একটি আভিযানিক দল জানতে পারে যে,ধামরাইয় থানা এলাকায় কিছু কতিপয় মাদক ব্যবাসায়ী মাদক বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় একজন-কে আটক করে। পরে তার কাছ থেকে ৯৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
এছাড়া র্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান আরও জানান,আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এবিডি.কম/জাহাঙ্গীর
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম