নিজস্ব প্রতিবেদক।। ঢাকার ধামরাইয়ে দুই কোটি টাকার মাদকসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এসময় মাদক পরিবহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে ধামরাইয়ের ডাউটিয়া এালাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শ্রী উত্তম কুমার এক্কার (২৭) ও শ্রী কংশ এক্কার (২৬)। তাদের উভয়ের গ্রামের বাড়ি রাজশাহী।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে ধামরাই থেকে দুই মাদল ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে ২ কোটি টাকার মূল্যের এক কেজি ৯৫৮ গ্রাম হেরোইন দ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক। আটককৃতরা কৌশলে সীমান্ত দিয়ে মাদক এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে জানায় র্যাব।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম