ধামরাই সংবাদদাতা।। ঢাকার ধামরাইয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জনসহ আজ মঙ্গলবার পর্যন্ত ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদেরকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন ধামরাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর ইফফাত আরা।
তিনি আরোও জানান, ‘করোনাভাইরাস নিয়ে সারা বিশ্ব এখন চিন্তিত। এর ব্যতিক্রম নয় বাংলাদেশেও। তাই করোনাভাইরাস ঠেকাতে বিদেশফেরত ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।
পাশাপাশি উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে।
করোনার প্রভাব থেকে মুক্ত থাকতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।