আমাদেরবাংলাদেশ ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বাথুলী এলাকায় ট্রাকের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহীকেও বাঁচানো গেল না। এ নিয়ে এ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হলো। এ দুর্ঘটনায় আরও একজন চিকিৎসাধীন।
মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে মারা যান তিনি।
গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, বৃস্পতিবার (১ আগস্ট) রাতে গুরুতর আহত অবস্থায় তিনজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতেই একজন মারা যান। এর কয়েক ঘণ্টা পর গভীর রাতে আরেক জনের মৃত্যু হয়।
এছাড়া দুর্ঘটনায় আহত একই এলাকার কাজীমুদ্দিনের ছেলে শাওন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন- কোরবান আলীর ছেলে সেলিম (২০), আব্দুল খালেকের ছেলে মাসুদ (২০)। তারা উভয়ই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামের বাসিন্দা।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বৃহস্পতিবার রাতে ঢাকাগামী একটি মোটরসাইকেল ধামরাইয়ের বাথুলী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল আরোহীরা ছিটকে পরে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়৷
তিনি বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের পাশাপাশি ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।