আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নড়াইল জেলায় বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা,রাজশাহী হতে ১ বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে শিক্ষানবিস ৭ জন এসআই(নি:) যোগদান করেন।
রবিবার (৫ নভেম্বর) সকালে নড়াইল জেলার পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন তাদের স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন। তারা হলেন: ফরিদপুর জেলার নাজমুল হাসান,খুলনা জেলার মোঃ রাকিবুল হাসান,মোঃ ইমরান হোসেন সোহাগ ও রাজীপ পাল রাজু, যশোর জেলার সঞ্জয় সেন,মোঃ তোফায়েল হোসেন ও মোঃ রাজু আহমেদ ।
পুলিশ সুপার শিক্ষানবিস এসআই'দের সাথে পরিচিতি পর্ব শেষে তাদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত শিক্ষানবিস এসআইগণ থানা,কোর্ট,রিজার্ভ অফিস,সার্কেল অফিসসহ পুলিশের বিভিন্ন ইউনিটে সংযুক্ত থেকে ১ বছর বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করবেন। তারা যেন তাদের বাস্তব প্রশিক্ষণ অত্যন্ত নিষ্ঠা,মনোযোগী এবং আন্তরিক ভাবে গ্রহণ করে সে বিষয়ে তিনি আলোকপাত করেন। তিনি তাদের পরিপূর্ণ পেশাদার পুলিশ অফিসার হওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব তারেক আল মেহেদী,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্),জনাব মীর শরীফুল হক, ডিইআইও ১,জনাব মোঃ নাজমুল হক, পুলিশ পরিদর্শক( ক্রাইম),জনাব মোঃ সাবিরুল ইসলাম, অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা বিভাগসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ।
আমাদেরবাংলাদেশ ডটকম শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম