
সাবিত হাসান।। দেশের প্রথম ফিশারিজের ওপর সংকলিত চাকরি বিষয়ক গ্রন্থ ‘ফিশারিজ ক্যারিয়ার’। গেল রোববার (৩১জানুয়ারি, ২০২১) বইটির ২য় সংস্করণ প্রকাশিত হয়েছে। বইটির ১ম প্রথম প্রকাশিত হয়েছিল ২০১৬ সালের মার্চ মাসে। আর ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর বইটির ১ম সংস্করণ প্রকাশিত হয়েছিল। বইটি প্রকাশ করেছে ‘দি নেটওয়ার্ক রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স’।
বইটি সংকলন করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগের চার চারজন শিক্ষক। তারা হলেন- মোঃ মোখলেসুর রহমান, পার্থ সারথী দাশ, মো. ফখরুল ইসলাম চৌধুরী (সুমন) ও সৈয়দ আরিফুল হক। বইটির প্রকাশক মো. হোসাইন আলী।
এবারের সংস্করনে ৪০তম বিসিএস ছাড়াও বিগত বিসিএসের লিখিত( মৎস্য) পরীক্ষার প্রশ্ন সমাধান ছাড়াও সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সংযোজিত হয়েছে জাদুকরী এই বইটিতে। ফিশারিজ ক্যারিয়ার বইটিতে বিগত কয়েক বছরের বিসিএস এর প্রশ্ন সমাধান ছাড়াও অনেক অতিরিক্ত তথ্য রয়েছে যা যে কোনো পর্যায়ের মাৎস্যবিজ্ঞানের শিক্ষার্থীর উপকারে আসবে এবং প্রতিযোগিতামূলক চাকুরীর পরীক্ষায় এগিয়ে রাখবে। মাৎস্য বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাও এটি পড়তে পারেন। এছাড়াও বিসিএস মৎস্য ক্যাডারদের চাকুরী স্থায়ীকরনজনিত বিভাগীয় পরীক্ষা (ডিপার্টমেন্টাল এক্সাম), জ্যেষ্ঠতার স্কেল পদোন্নতি পরীক্ষায়ও কাজে আসবে বলে সংকলকগন অভিমত ব্যক্ত করেন।
বইটি পাওয়া যাবে- ১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জব্বারের মোড়, কে.আর. মার্কেট । ২. শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), ঢাকা তোফাজ্জল লাইব্রেরি, হল মার্কেট, মদিনা লাইব্রেরি, শেকৃবি, ঢাকা। ৩. ফয়সাল বুক সেন্টার, মামুন বুক হাউজ, নীলক্ষেত ঢাকা। ৪. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি), সিলেট রাজন- সুজন এন্টারপ্রাইজ, ২নং গেইট। ৫. হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ভাই-ভাই ফটোস্ট্যাট ,২নং গেইট। ৬. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি),পটুয়াখালী সারোয়ার ফটোস্ট্যাট, ২নং গেইট। ৭. রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী বুখারী ফটোস্ট্যাট (হাবিবুর রহমান হল সংলগ্ন )। ৮.চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), পেঙ্গুইন লাইব্রেরী, আন্দরকিল্লা, চট্টগ্রাম।৯.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) , কম্পেক্ট ষ্টেশনারী (মুড ফুডের নিচে), গাজীপুর।
এছাড়া অনলাইনে নেটওয়ার্ক ক্যারিয়ার বিডি ডটকম, মামুনবুকস ডটকম, রকমারি ডটকমে বইটি পাওয়া যাবে।