ঝালকাঠির সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুর উপজেলায় নদীতে পরে নিখোঁজ হওয়ার ৩ দিন পর বিশখালী নদীর চল্লিশকাহনিয়া থেকে কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রাকিব উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা গ্রামের রাজমিস্ত্রী আব্দুল রাজ্জাক হাওলাদারের ছেলে ও বরিশাল হাতেমআলী কলেজের ভূগোল বিষয়ে অনার্সের ৩য় বর্ষের ছাত্র।
রাজাপুর থানার ওসি মো: জাহিদ হোসেন জানান, মোঃ রাকিব হাওলাদার (২২) নামে ওই কলেজছাত্র গত বুধবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা লঞ্চঘাট সংলগ্ন বিশখালি নদীতে পা পিসলে পড়ে নিখোঁজ হয়েছিল। সেখান থেকে প্রায় ৪ কিলোমিটার দূরবর্তী চল্লিশকাহনিয়ার লঞ্চঘাট এলাকায় শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানায়।
কলেজছাত্র রাকিবের মরদেহ উদ্ধার করে হেয়েছে। তবে পরিবার লিখিত আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা ওসি মো: জাহিদ হোসেন।