নিউজ ডেস্ক:
নরসিংদীতে গরুবোঝাই সড়ক দূর্ঘটনায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা নামক স্থানে ট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান শিবপুর উপজেলার মুনসেফেরচর গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, নিহত মোস্তাফিজ মোটরসাইকেলে করে ঢাকার কর্মস্থল থেকে নরসিংদী নিজ বাড়ি শিবপুরের মুনসেফেরচর গ্রামে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা রাতুন টেক্সটাইলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই ট্রাকের চাপায় মোস্তাফিজ গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ সদস্যের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম