নষ্ট যৌবন: শফিউল আলম
শ্রাবনের বারিধারা নয়নে আমার
চৈত্রের খরোরৌদ্র হৃদয় জমিনে,
শুধু তোমারি কারণে।
অগ্নি-পাগল পতঙ্গের ন্যায় ছিলাম ধাবমান,
আজ রূপের শিখায় পুড়ে অঙ্গার ।
ভিক্ষুক আমি যদি বলো- তবে দাও ভিক্ষা -সেই হারানো যৌবন।
প্রয়োজনে-অপ্রয়োজনে ফিরেছি শুধু তোমারি দ্বারে -
বারবার শতবার,একশ হাজার বার।
তুমি নীলিমার মেঘ,নও শুকতারা
বুঝেছি অনেক পরে
যেদিন আমার নষ্ট-যৌবন নবরূপে দিয়েছে ধরা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম