প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ
নাগরিক সেবার মনোন্নয়নে চরফ্যাশন পৌরসভার বাজেট ঘোষণা

চরফ্যাশন(ভোলা)সংবাদদাতা।। পর্যটন ব্যবস্থার উন্নয়ন ও দৃষ্টিনন্দন পরিচ্ছন্ন চরফ্যাশন পৌরসভা গড়ার লক্ষ্যে ৬৯কোটি ১৩লাখ ৫১ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে নবনির্বাচিত মেয়র।
সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র এম মোরশেদ প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন।
সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সড়ক বাতির আরোও মানোন্নয়ন,সুপেয় পানির ব্যবস্থাসহ পৌরসভার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে নতুন কালভার্ট,সড়ক,ড্রেন ও পৌর এলাকায় অবস্থিত প্রধান খাল,জলাশয় এবং ভরাট হওয়া পুরাতন খাল,ডোবা সংস্কার উন্নয়নে একাধিক পকিল্পনা নিয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১০কোটি ২লাখ ১০হাজার ৮শত ৭৪ টাকা। এছাড়াও উন্নয়ন আয় ধরা হয়েছে ৫৮কোটি ১০লাখ টাকা এবং সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৮২ লাখ ৫৬হাজার ৯শ ৮৮ টাকা।
এসময় মেয়র মোরশেদ বলেন, সরকারের ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে চরফ্যাশনের উন্নয়নকে আরও এগিয়ে নিতে নাগরিক কল্যানমুখী কার্যক্রমকে এ বাজেটে প্রাধান্য দেয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু ও বৈশ্বিক করোনা মহামারি প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম