আমাদেরবাংলাদেশ ডেস্ক।।নাটোরে সেপটিক ট্যাংক তৈরির সময় মাটি চাপা পড়ে কালাম হোসেন (৪৫) নামে এক শ্রমিক নিহত হন।
রবিবার সকাল নয়টার দিকে শহরের রামাইগাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কালাম শহরের তেবাড়িয়া মধ্যপাড়া এলাকার মৃত ইনুর ছেলে।ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উদ্ধারকারী দলের সদস্য জানান,রবিবার সকাল ৯ টার দিকে শহরের রামাইগাছি এলাকার মৃত আখের আলী ছেলে আলাউদ্দিনের বাসায় সেপ্টিকট্যাংক নির্মাণের কাজ করছিল ৪ জন শ্রমিক।
এদের মধ্যে দুইজন উপর থেকে মাটির পোড়া পাট নামিয়ে দিচ্ছিল। নিচে কুপের মধ্যে থেকে দুইজন ওই পাট নিয়ে সেট করছিল। হঠাৎ করেই মাটি ধসে পড়ে কুপের দুইজন চাপা পড়ে। এর মধ্যে একজন উঠে আসতে পারলেও কালামকে তুলতে পারেনি তারা।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল মাটি সরিয়ে কালামকে মৃত অবস্থায় ওই কুপ থেকে উদ্ধার করে। পুলিশ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম