শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলা নাভারন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারিদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নাভারন কলেজ হল রুমে অত্র কলেজ গভনিং বডির সভাপতির নির্দেশে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও ঐতিহ্যবাহী নাভারন ডিগ্রী কলেজের সম্মানিত সভাপতি নাজমুল হাসান।
নাভারন কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক অসিত রঞ্জন চক্রবত্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গভনিং বডির সদস্য খবির আহমেদ খান,শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা এবং কলেজ গভনিং বডির সদস্য শাহারিন আলম বাদল।
অনুষ্ঠানে নাভারন কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মোট ১৫ জনকে কলেজ তহবিল থেকে এক মাসের বেতনের পরিমান টাকা প্রদান ও মানপত্র, কেষ্ট দিয়ে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়।
এসময় কলেজের সকল শিক্ষক ও কর্মচারীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম