শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলা ঐতিহ্যবাহী নাভারন ডিগ্রী কলেজের কলেজে শিক্ষার মানউন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩রা আগষ্ট) দুপুর ১২টার সময় কলেজের শিক্ষক কমান রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অত্র কলেজে সকল শ্রেণির শিক্ষার মানউন্নয়ন আগামিতে আরো ভাল হয় তার দিকনির্দেশনা মুলক বক্তব্য বলেন, শার্শার গনমানুষের নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও ঐতিহ্যবাহী নাভারন ডিগ্রী কলেজের গভণিং বডির সম্মানিত সভাপতি নাজমুল হাসান।
এ সময় তিনি দিকনির্দেশনা মুলক বক্তব্য বলেন, আগামীতে নাভারন কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের সকল পরীক্ষায় বাধ্যতা মুল অংশ গ্রহন করতে হবে। যাহারা পরীক্ষায় পাশ করবেন শুধু মাত্র তারা আগামীতে এইচ এস সি চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহন করবেন। এর পরে কোন শিক্ষার্থীর অজুহাত চলবে না। কলেজ টেষ্ট পরীক্ষায় মেধা তালিকায় ১ম ২য়ও ৩য় স্থান হবে তাদের কলেজে সকল বেতন মওফুফ করা হবে। তিনি আরো বলেন আগামীতে অত্র কলেজে অভিভাবক ও মা সমাবেশের আয়োজন করা হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ইব্রাহীম খলিল,উপাধ্যক্ষ আব্দুর রউফ,গভণিং বর্ডির শিক্ষানুরাগী সদস্য শাহরিন আলম বাদল,নাভারন কলেজের সকল শিক্ষক /শিক্ষিকাবৃন্ধরা উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ ডটকম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম