নিজস্ব প্রতিবেদক ।। শার্শা থানার নাভারন সাতক্ষিরা মোড় এলাকা থেকে ৪৫ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকারসহ ৩ জন মাদক ব্যবসায়ী-কে আটক করেছে নাভারন হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নাভারন হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন,বৃহস্পতিবার গভীর রাতে নাভারন সাতক্ষিরা মোড় এলাকা থেকে ৪৫ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকারসহ ৩ জন মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।
আটককৃত আসামি হলেন ১। মো: আব্দুর রহমান (৩৪) পিতা মো: সুরুজ আলী,গ্রাম গোলাপ নগর,থানা ভেড়ামারা,জেলা কুষ্টিয়া। একই গ্রামের ২/মো: আব্দুর রাজ্জাক (২৮) পিতা আব্দুর রহমান,গ্রাম গোলাপ নগর,থানা ভেড়ামারা,জেলা কুষ্টিয়া। ৩/ মো: আকাশ খান (৩৫) পিতা জাহাঙ্গীর খান,গ্রাম বেনাপোল,থানা বেনাপোল জেলা যশোর।
উক্ত বিষয়ে নাভারন হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে নাভারন সাতক্ষিরা মোড় এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে সময় বেনাপোল হতে যশোরের দিকে আসা একটি গ্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১২- ১১৪৯) গতিরোধ করে থামানো হয়। পরে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪৫ বোতল ডিউটি ফ্রি সপের বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া চালকসহ ৩ জন-কে আটক করা হয়।
এছাড়া যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম (বার),পিপিএম এর নির্দেশে এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীসহ চালকের নামে মাদক আইনে মামলা করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম