বজলু রহমান ।। আশুলিয়া থানার খেজুরটেক এলাকায় অভিযান চালিয়ে নারায়নগঞ্জের বন্দর থানা এলাকার আলোচিত সাবিনা আক্তার পান্না হত্যা কান্ডের মূলহোতা আব্দুর রহমান-কে আটক করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল।
সোমবার (৪ মার্চ) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এসময় তিনি বলেন,গতকাল রবিবার দুপুরে আশুলিয়ার খেজুরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃতআসামি হলেন-আব্দুর রহমান (৩০) তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব জানায়,গতকাল রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪,সিপিসি-২ এর একটি আভিযানিক দল জানতে পারে যে,নারায়নগঞ্জের বন্দর থানা এলাকার আলোচিত সাবিনা আক্তার পান্না হত্যাকান্ডের মূলহোতা আব্দুর রহমান আশুলিয়ার খেজুরটেক এলাকায় অবস্থান করেছেন এমন সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা আব্দুর রহমান-কে আটক করা হয়েছে।
র্যাব আরোও গত বছরের ৪ অক্টোবর বিকালে ভুক্তভোগীর মেয়ে গ্রেপ্তার আসামীর ভাড়াটিয়া টিনের ঘরের পাশে অন্যান্য বাচ্চাদের খেলাধুলা করছিলো। এ সময় গ্রেপ্তার আসামী পূর্ব বিরোধের জেরে ভুক্তভোগীর মেয়েকে অকথ্য ভাষায় গালি গালাজ ও মারধর করলে সে তার মায়ের কাছে ঘটনাটি জানায়।
ভুক্তভোগী তাৎক্ষনিক-ভাবে গ্রেপ্তার আসামির নিকট গিয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে তার নিজ ঘর হতে একটি ধারালো কোদাল বের করে ভুক্তভোগীর মাথায় আঘাত করলে ভুক্তভোগীর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায় এবং গ্রেফতারকৃত আসামি কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে নিহতের শাশুড়ী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়নগঞ্জের বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এছাড়াও র্যাব জানায়,মামলা রুজুর পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামি আব্দুর রহমান ঢাকা জেলার আশুলিয়া থানার খেজুরটেক এলাকায় অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া র্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এবিডি.কম/জাহাঙ্গীর