আমাদেরবাংলাদেশ ডেস্ক।।নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের তালিকা দীর্ঘ হচ্ছে। নতুন করে মৃতের তালিকায় যোগ হয়েছে আরও একজনের নাম।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে মনির ফরাজি (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, রাত সাড়ে ৮টার দিকে আবুল বাশার নামে (৫১) নামে একজনের মৃত্যু হয়। এরও আগে মসজিদের ইমাম আব্দুল মালেকসহ আরও দু’জনের মৃত্যু হয়। আর সন্ধ্যা ৭টার দিকে বাহারউদ্দিন (৫৫) নামে একজনের মৃত্যু হয়।
এদিকে, বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা ১১ মুসল্লি শঙ্কামুক্ত নন বলেও জানিয়েছেন সামন্ত লাল সেন।এ পর্যন্ত মৃতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপরী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুয়েল (৭), জয়নাল আবেদিন (৪০), মাইনুদ্দিন (১২), রাসেল (৩৪), মো. নয়ন (২৭) ও কাঞ্চন হাওলাদার (৫৩)।
প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়।মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আমাদেরবাংলাদেশ/আরাফাত