ডেস্ক নিউজ: অর্থ বরাদ্দ না দেওয়ায় কেনিয়ায় এক নারী এমপিকে চড় মারলেন পুরুষ এমপি। এমন অভিযোগে পুরুষ এমপিকে গ্রেফতার করাও হয়েছে। দেশটির রাজধানী নাইরোবিতে পার্লামেন্ট ভবনের গাড়ি রাখার স্থানে এই চড় মারার ঘটনা ঘটে বলে অভিযোগ। গ্রেফতার হওয়া পুরুষ এমপির নাম রশিদ কাসিম। নারী এমপির নাম ফাতুমা গেদি।
হামলার শিকার হওয়ার পর ফাতুমা গেদির একটি ছবি টুইটারে ব্যাপকভাবে শোয়ার হচ্ছে।
ছবিতে দেখা যায়, তিনি কাঁদছেন। মুখে রক্ত। পরে পার্লামেন্টে পুরুষ এমপিরা এ ঘটনা নিয়ে নারী এমপিদের ব্যঙ্গ করেন। প্রতিবাদে নারী এমপিরা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করেন। তারা চড় মারার অভিযোগে রশিদ কাসিমকে গ্রেফতারেরও দাবি জানান। পরে রশিদ কাসিমকে গ্রেফতার করা হয়।