নারী ও পুরুষ: মফিজুল ইসলাম,পিপিএম
আদম নামের প্রথম পুরুষ
করিলেন আল্লাহ সৃজন
নির্জনতা কাটাতে সঙ্গী লাগবে
তাই বলে কেন, কামভাব দিলেন?
সৃষ্টি শেষে সুখ উদ্যানে
আদম মানব একাকিত্ব থাকিতেন
গভীর ধ্যানে কর স্মরন
নারী বন্ধু কেন সৃজিলেন!
নির্জন ভাসে আদম মানব
সঙ্গী অনুভব করিলেন
তাই বলেই কি, নারী বন্ধু লাগবে
সৃষ্টিকর্তা বুঝলেন?
নারী ও পুরুষ শ্রেষ্ঠ বন্ধু
আদি থেকে শেষ
আত্মায় আত্মায় মিলন হলেই
বন্ধু হয় বেশ।
উন্নতি -অবনতি,উত্থান-পতনে
বন্ধুর রয়েছে হাত
বন্ধু বানাতে ধ্যান-মন লাগাও
রূপ সৌন্দর্যে হইও না কপোকাত।
এসো সচেতন হই
অন্যকে সচেতন করি
আত্মীক বন্ধু নির্বাচন করে
দুনিয়া ও আখিরাতের সুন্দর জীবন গড়ি।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম