নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাসের কারনে অসহায় হয়ে পড়া নারী ফুটবলারদের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তার হাত বাড়িলে দিলেন রংপুর পুলিশ সুপার(এসপি) বিপ্লব কুমার সরকার।
আজ (২৯ এপ্রিল) দুপুরে রংপুর পালিচড়ার নয়াপুকুর এলাকায় জাতীয় প্রমীলা ফুটবলদল সহ অনূর্ধ্ব ক্রিড়ানারীদের খাদ্য সহায়তা দেওয়া হয়।
নারী ফুটবলারদের কোচার মোঃ মিলন খান রাজ জানান, একজন মানবিক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। এই দূর্যোগ কালীন মুহূর্তে দরিদ্র নারী ফুটবলারদের পাশে দাড়ানোয় আমরা রংপুর জেলা পুলিশের নিকট কৃতজ্ঞ। কোচার আরও বলেন,পুলিশ সুপার মহোদয় সব সময় পালিচড়ার এই নারী ফুটবলারদের পাশে থাকবেন।
তিনি দুই খেলোয়াড় নাসরীন ও রুমির হাঁটুর লিগামেন্ট অপারেশন এরও দায়িত্ব নিয়েছেন।করোনা পরিস্থিতি ভালো হলে খুব দ্রুত তাদের এই অপারেশন করার ব্যবস্থা করা হবে। এমন দৃষ্টিনন্দন দৃশ্য রাস্তায় দাঁড়িয়ে অনেকেই দেখেন। কেউ কেউ হাত উঁচিয়ে জেলা পুলিশ কে সাহস উৎসাহ দিচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন ও সহকারী পুলিশ সুপার(এসএফ) জনাব মোঃ আশরাফুল আলম, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম