আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পাঁচবিবিতে এক নারী হোটেল শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় বুধাবার রাতে উপজেলার খাসবাট্টা গ্রাম থেকে পুলিশ অভিযুক্ত ছাইদুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে। তিনি ওই গ্রামের মৃত আ. মালেকের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার নারী হোটেল শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। দীর্ঘদিন যাবত ওই নারী শ্রমিক জয়পুরহাটের বিশ্বাস পাড়ায় ভাড়া বাড়িতে থেকে হোটেল শ্রমিকের কাজ করতেন। সেই সুবাধে ছাইদুলের সঙ্গে তার পরিচয় হয়। বুধবার শুরু হওয়া লকডাউনের জন্য হোটেল বন্ধ হওয়ায় নারী শ্রমিক তার পরিবার নিয়ে বিপাকে পড়েন।
এ সুযোগে তাকে বাসাবাড়িতে কাজ দেওয়ার কথা বলে গত মঙ্গলবার রাতে উপজেলার পাটাবুকা এলাকায় একটি বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী নারী শ্রমিক বাদী হয়ে পাঁচবিবি থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ রাতেই ছাইদুলকে গ্রেপ্তার করে।
পলাশ থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, অভিযোগ পেয়ে দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে ও ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম