স্টাফ রিপোর্টার তানিয়া আক্তার,
নাটোর এনএস সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক(রাষ্ট্র বিজ্ঞান বিভাগ),নাটোর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আমিনুল হক গেদুর ছোট ভাই মুজিবুল হক নবীইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহ্হ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ১০ টা ২০ মিনিটের সময় ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন অতান্ত ভদ্র ও বিনয়ি একজন ভালো মনের মানুষ।একাধারে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ছিলেন। তার মৃত্যুতে নাটোরের মানুষ একজন কিংবদন্তিকে হারালো। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেল,১ মেয়ে সহ অসংখ্য সজন ও গুনগ্রাহি রেখে যান। আজ শনিবার বাদ জোহর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে (সাবেক কাচারি মাঠ) মরহুম মুজিবুল হক নবীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম