আর্ন্তজাতিক ডেস্ক।। নিজেকে নবী দাবি করে ধর্ম অবমাননা আইনে অভিযুক্ত এমন একজনকে পাকিস্তানের একটি আদালত কক্ষে গুলি করে হত্যা করা হয়েছে। অভিযুক্তের নাম তাহির আহমেদ নাসিম।
বুধবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের আদালতে শুনানি চলাকালে অভিযুক্তকে হত্যা করা হয়।
নিরাপত্তা বাহিনী বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, তাকে লক্ষ্য করে ছয়টি গুলি চালানো হয়। এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পাকিস্তানে ধর্ম অবমাননা আইনে (ব্লাসফেমি আইন) দোষী সাব্যস্ত হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতির মধ্যেও দেশটিতে এ আইনে অভিযুক্তদের প্রায়ই সহিংসতার শিকার হতে হয়।
সূত্র জানায়, ২০১৮ সালে গ্রেপ্তার হন নাসিম। এরপর থেকেই তিনি পুলিশি হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, নিজেকে নবী দাবি করে ব্লাসফেমি আইন ভঙ্গ করেছেন তিনি।
মামলায় নাসিমের বিরুদ্ধে ব্লাসফেমি আইনের ২৯৫-এ, ২৯৫-বি এবং ২৯৫-সি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়।
অভিযোগে বলা হয়, নিজেকে নবী দাবি করে ইসলামের মহানবী হজরত মুহাম্মদকে (সা.) অবমাননা করেছেন তিনি। আইন অনুযায়ী এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আদালতে ওই মামলার শুনানির মধ্যেই তাহির আহমেদ নাসিমকে গুলি করে হত্যা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম