মোঃ জাহাঙ্গীর আলম রাজু একজন ইউপি চেয়ারম্যান সরকারের একেবারে ক্ষুদ্রতম ইউনিট প্রধান। তবে এই ক্ষুদ্রতম ইউনিট প্রধানের ওপরে একটি ইউনিয়নের ভালো-মন্দ নির্ভর করে। এদেশে মোট ৪৫৫৪টি ইউনিয়ন পরিষদ। এই ৪৫৫৪ জন চেয়ারম্যান চাইলেই বাংলাদেশের চেহারাটা বদলে দিতে পারেন ইতিবাচক দিক থেকে।
যেভাবে যশোহর জেলার কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী তার নির্বাচনের পর থেকে নিজ ইউনিয়নে করে দেখিয়েছেন। প্রসঙ্গত, কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রভাষক জুলমাত আলী ইতোমধ্যে চতুর্থ বছরে পদার্পণ করেছেন।
একজন শিক্ষানুরাগী ও জনবান্ধব এই চেয়ারম্যান জনপ্রতিনিধি হিসেবে বিগত বছরগুলিতে তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন এবং করে চলেছেন। তিনি নির্বাচিত হবার পর নিজ ইউনিয়নের গ্রাম পুলিশদের সহযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধ,মাদকের ব্যবহার রোধ, ইভটিজিং রোধ সহ বিভিন্ন ধরনের অপরাধমুলক কাজের নিরসন করতে সক্ষম হয়েছেন।
বর্তমানে এসব অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে তার কঠোর মনোভাবের কারণে এই ইউনিয়নে অপরাধের হার প্রায় শূণ্যের কোঠায়। এব্যাপারে প্রভাষক জুলমাত আলী জানান,২০১৬ সালের ২৮ মে গনতান্ত্রিক সংকটের মধ্যদিয়ে নির্বাচনের মাধ্যমে জনগনের প্রতিনিধি হিসাবে দায়িত্ব গ্রহন করে অদ্যাবধি সঠিকভাবে পালন করছি।
আমার এলাকায় বাল্য বিবাহ, মাদকের ব্যবহার, ইভটিজিং সহ অন্যান্য অপরাধ যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছি। এব্যাপারে আমার ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যগণ এবং ইউনিয়নবাসী আমাকে সহযোগিতা করেছে। একটি আদর্শ ইউনিয়ন হিসেবে ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদকে গড়ে তোলাই বর্তমানে আমার জীবনের লক্ষ্য।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম