আমাদেরবাংলাদেশ ডেস্ক।। রংপুরে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ভ্যানচালক ও কাঠমিস্ত্রীদের ত্রান ও ইফতার সামগ্রী বিতরন করেছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন,ও পুলিশের এক উজ্জ্বল নক্ষত্র, রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক,জনাব বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম,পুলিশ সুপার রংপুর।
আজ (২৮ এপ্রিল) মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ থানার পাশ্ববর্তী কাঠ ও ফার্নিচার মার্কেটে কর্মরত শ্রমিকদের মধ্যে ত্রান ও ইফতার বিতরন করেন।
এসময় ত্রান হিসেবে বিতরণ করা হয় চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবন, ভোজ্য তেল, চিনি, চিড়া, ছোলা, খেজুর মাস্ক ও হাত ধৌত করার সাবান। প্রায় দুইশত পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) আবু মারুফ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আরমান হোসেন ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরেশ চন্দ্র।