আমাদেরবাংলাদেশ : ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি : জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কাপ্তাই ট্রাফিক বিভাগের উদ্যোগে মঙ্গলবার(২২ অক্টোবর) কাপ্তাই নতুনবাজার সিএনজি স্টেশন চত্বরে র্যালি এবং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হলো “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়”।
কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে র্যালি ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কাপ্তাই ট্রাফিক বিভাগের টিআই তারক চন্দ্র পালের সভাপতিত্বে প্রশিক্ষণ এবং র্যালিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন,
কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরী। এসময় কাপ্তাই নতুনবাজার সিএনজি সমিতির সভাপতি আমির হোসেন, সম্পাদক ইমান আলী সহ স্হানীয় বাস ট্রাক চালক সমিতির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। কর্মশালায় বক্তাগণ বলেন, একটু সচেতন হলে দূৃর্ঘটনা এড়ানো সম্ভব, তাই সকলকে ট্রাফিক আইন কানুন মেনে সড়কে গাড়ী চালানোর অনুরোধ জানানো হয়। এর আগে একটি বর্নাঢ়্য র্যালি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করেন। প্রশিক্ষণ শেষে চালকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।