আমাদেরবাংলাদেশ ডেস্কঃ এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি বলিভিয়ার বনাঞ্চলে চলতে থাকা দাবানল।
দেশটির কোকাবাম্বা অঞ্চলে দাউ দাউ করে জ্বলছে আগুন। দুই দশকের মধ্যে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই দাবানল চলছে এক মাসেরও বেশি সময় ধরে।
এরই মধ্যে ১৬ হাজার বর্গমাইল এলাকা ধ্বংস হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর এক হাজারের বেশি সদস্য। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারসহ অত্যাধুনিক অগ্নি নির্বাপণ যন্ত্র।
কিন্তু ঝড়ো বাতাসের কারণে প্রতিনিয়তই বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ছে দাবানল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম