ত্রিদেশীয় সিরিজে নিয়ম রক্ষার ম্যাচে আজ বাংলাদেশ মাঠে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ডাবলিনে খেলা শুরু হবে বিকেল পৌনে ৪টায়। টুর্নামেন্টের ফাইনাল এরই মধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ।
এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত রয়েছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ হলেও মাশরাফিদের লক্ষ্য অপরাজিত থেকে শিরোপার মঞ্চে খেলতে নামা। তাই স্বাগতিকদের বিপক্ষে কিছুটা চ্যালেঞ্জ থাকবে ম্যাচ জিতার জন্য। দু’দলের প্রথম ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়। পয়েন্ট ভাগভাগি হয় বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যে। অবশ্য নিয়ম রক্ষার এই ম্যাচে বাংলাদেশ পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে একাদশে। বিশ্বকাপ দল চূড়ান্ত করার জন্য টুর্নামেন্টে এখনো না খেলা কয়েকজন ক্রিকেটারকে পরীক্ষা করা হতে পারে। যার মধ্যে রয়েছেন পেস বোলার তাসকিন আহমেদ। এছাড়া অতিরিক্ত হিসেবে যাওয়া ইয়াসির রাব্বি এবং নাঈম হাসানকেও খেলানো হতে পারে এই ম্যাচে। বর্তমান ফর্ম, দলীয় শক্তি এবং পরিসংখ্যান সবকিছুই বাংলাদেশের পক্ষে থাকবে। ৯ বার মুখোমুখির বিপরীতে বাংলাদেশের জয় ৬ ম্যাচে। একটা ম্যাচে ফলাফল হয়নি আর বাকি দুই ম্যাচ জিতেছে আইরিশরা।