আমাদের বাংলাদেশ ডেস্ক: ব্যাপক সংখ্যক শিক্ষার্থীদের ফেল করানোর অভিযোগে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১১টায় নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ২০১৭-১৮ সেশন সহ অন্যান্য সেশনের শিক্ষার্থীরা। এ সময় চারদিকের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন তারা।
নিউমার্কেট জোনের সহকারি কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ সাইদুজ্জামান বলেন, সকাল ১১টার দিকে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন। তারা এই এলাকার যান চলাচল বন্ধ করে দিয়েছেন। আমরা চেষ্টা করছি, তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেওয়ার। ঘণ্টাখানেকেরে মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি।
শিক্ষার্থীদের অভিযোগ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ে তাদের ফেল করানো হয়েছে। অথচ পরীক্ষাটি ভালোভাবেই দিয়েছেন তারা। এছাড়াও ইতিহাস ও বাংলা বিভাগের বেশ কয়েকটি বিষয়ে তাদেরকে অন্যায়ভাবে ফেল করানো হয়েছে।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে দেখা হচ্ছে, আপাতত তাদেরকে রাস্তা থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছি।
নাম প্রকাশ না করার শর্তে ঢাকা কলেজের শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সিজিপিএ ২.০০ এর কম পেলে পরবর্তী বর্ষে শিক্ষার্থীকে উন্নীত করা হয় না। এই নিয়ম আমরা জানতাম না। আমাদের না জানিয়ে নিয়ম কার্যকর করেছেন কর্তৃপক্ষ। সবচেয়ে বড় কথা আমরা ভালো পরীক্ষা দিয়েও ফেল করছি, এই অন্যায় বন্ধ করতে হবে। আমাদের সঙ্গে ভয়ংকর অন্যায় করা হচ্ছে।
উল্লেখ্য, গত রোববারও ইডেন মহিলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে ফলাফল বিপর্যয়ের প্রতিবাদে কয়েকটি বিভাগে তালা দিয়েছিল শিক্ষার্থীরা। ফল বিপর্যয়ে পড়া বিভাগের মধ্যে বাংলা ও ইতিহাস অন্যতম।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম