নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডোমারে পুকুরের পানিতে ডুবে ফারিয়া আক্তার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার(১৬ জুন)বিকেলে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটি একই গ্রামের রিপন ইসলামের মেয়ে।
জানা যায়,ঘটনার দিন দুপুরে শিশুটি বাড়ির পাশে পুকুরধারে খেলা করছিল।এক পর্যায়ে সবার অজান্তে শিশুটি নিখোঁজ হয়ে যায়। খোঁজাখুজি করার পর বিকেলে পুকুরে তার মরদেহ ভেসে উঠে। বিষয়টি নিশ্চিত করেছেন বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন।