নীলফামারী সংবাদদাতা।।প্রায় ৫ কেজি গাঁজা সহ অলিয়ার রহমান(২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর একটি অভিযানিক দল।
সে পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার বাংলাবান্দা ইউনিয়নের চতুরাগঞ্জ গ্রামের আব্দুল মালেকের ছেলে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে তেতুঁলিয়া থানায় প্রেরন করা হয়েছে।এর আগে সোমবার (৩১ আগষ্ট) রাত ৮টার দিকে তেতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের শালবাহান বাজার দাখিল মাদ্রাসার কাছেই প্রায় পাঁচ কেজি পরিমান গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল একটি ফোন উদ্ধার সহ তাকে গ্রেফতার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩,নীলফামারী সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আ. ন. ম. ইমরান খান জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে তেতুঁলিয়া থানায় প্রেরন করা হয়েছে।