আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চীনের বেইজিং শহরে বাড়ির বাইরে বের হলে আর মাস্ক পরার বাধ্যবাধকতা নেই। গত ১৩ দিনে নতুন করে শহরটিতে করোনাভাইরাসে কেউ আক্রান্ত না হওয়ার পর এ সিদ্ধান্ত এলো। তবে সরকারিভাবে এ সিদ্ধান্ত জানানোর পরেও আজ শুক্রবার বেইজিংয়ে বহু মানুষ মাস্ক পরে বাইরে বের হয়েছেন।
অনেকেই বলছেন, মাস্ক ব্যবহার করলে নিজেরা নিরাপদ বোধ করছেন। একজন বাসিন্দা জানান, আমি যে কোনো মুহূর্তে মাস্ক ব্যবহার করা বন্ধ করে দেবো। কিন্তু মাস্ক ব্যবহার না করলে অন্যরা কী মনে করবে, সেটা বুঝে উঠতে পারছি না। সে কারণে আগে দেখছি যে, অন্যরা কী করে। আমার কেন জানি বারবার মনে হচ্ছে, আমাকে মাস্কবিহীন দেখলে অন্যরা ভয় পেতে পারে।
অবশ্য এর আগে বেইজিংয়ের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছিলেন, এপ্রিলের শেষ হতেই বাসিন্দারা মাস্ক ছাড়া চলতে পারবেন। তবে করোনা সংক্রমণের জেরে তখনকার পদক্ষেপ ভেস্তে যায়। এবার আবারো মাস্কবিহীন চলার অনুমতি দিল বেইজিং।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম