
নোবিপ্রবি প্রতিনিধি।।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (১ম বর্ষে) সকল কোটায়( মুক্তিযোদ্ধা, উপজাতি, হরিজন-দলিত, প্রতিবন্ধী, খেলোয়াড় কোটায়) উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাতকার ও ভর্তি কার্যক্রম আজ ১ ডিসেম্বর ( রবিবার) বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
কোটায় ইউনিট ভিত্তিক আসন সংখ্যা ও ভর্তির সময়সূচিঃ
এ ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় আসন ১০ টি,উপজাতি কোটায় ৫ টি এবং অন্যান্য ২ টি। মুক্তিযোদ্ধা কোটায় মেধাক্রম ১ থেকে ৫০ পর্যন্ত সকাল ১০ টায়, উপজাতি কোটায় মেধাক্রম ১ থেকে ২৫ পর্যন্ত সকাল ১০.৩০ টায় এবং অন্যান্য (হরিজন,দলিত,প্রতিবন্ধী খেলোয়াড় কোটায় মেধাক্রম ১ থেকে ৫ পর্যন্ত সকাল ১০:৩০ টায় সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।
বি ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় আসন ৬ টি,উপজাতি কোটায় ৩ টি এবং অন্যান্য ১ টি । মুক্তিযোদ্ধা কোটায় মেধাক্রম ১ থেকে ২৫ পর্যন্ত সকাল ১১ টায়, উপজাতি কোটায় মেধাক্রম ১ থেকে ১০ পর্যন্ত সকাল ১১.৩০ টায় এবং অন্যান্য (হরিজন,দলিত,প্রতিবন্ধী খেলোয়াড় কোটায় মেধাক্রম ১ থেকে ৩ পর্যন্ত সকাল ১১.৩০ টায় সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।
সি ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় আসন ৮ টি,উপজাতি কোটায় ৪ টি এবং অন্যান্য ২ টি। মুক্তিযোদ্ধা কোটায় মেধাক্রম ১ থেকে ৪০ পর্যন্ত সকাল ১২ টায়, উপজাতি কোটায় মেধাক্রম ১ থেকে ২০ পর্যন্ত সকাল ১২.৩০ টায় এবং অন্যান্য (হরিজন,দলিত,প্রতিবন্ধী খেলোয়াড় কোটায় মেধাক্রম ১ থেকে ৫ পর্যন্ত সকাল ১২.৩০ টায় সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।
ডি ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় আসন ১৩ টি( বিজ্ঞানে ৯ টি,ব্যবসায় প্রশাসনে ৩ টি,মানবিকে ১ টি), উপজাতি কোটায় ৮টি ( বিজ্ঞানে ৫ টি,ব্যবসায় প্রশাসনে ২ টি,মানবিকে ১ টি) এবং অন্যান্য ৪টি( বিজ্ঞানে ২ টি,ব্যবসায় প্রশাসনে ১ টি,মানবিকে ১ টি)। মুক্তিযোদ্ধা কোটায় ( বিজ্ঞানে মেধাক্রম ১ থেকে ২০ পর্যন্ত, ব্যবসায় প্রশাসনে মেধাক্রম ১ থেকে ১০ পর্যন্ত এবং মানবিকে মেধাক্রম ১ থেকে ৩ পর্যন্ত) দুপুর ২ টায়, উপজাতি কোটায় (বিজ্ঞানে মেধাক্রম ১ থেকে ১৫ পর্যন্ত, ব্যবসায় প্রশাসনে মেধাক্রম ১ থেকে ৭ পর্যন্ত এবং মানবিকে মেধাক্রম ১ থেকে ৩ পর্যন্ত) দুপুর ২.৩০ টায় এবং অন্যান্য (হরিজন,দলিত,প্রতিবন্ধী, খেলোয়াড়) কোটায় (বিজ্ঞানে মেধাক্রম ১ থেকে ৫ পর্যন্ত, ব্যবসায় প্রশাসনে মেধাক্রম ১ থেকে ৩ পর্যন্ত এবং মানবিকে মেধাক্রম ১ থেকে ৩ পর্যন্ত) দুপুর ২.৩০ টায় সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।
ই ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় আসন ৫ টি,উপজাতি কোটায় ৩ টি এবং অন্যান্য ১ টি। মুক্তিযোদ্ধা কোটায় মেধাক্রম ১ থেকে ১০ পর্যন্ত দুপুর ৩ টায়, উপজাতি কোটায় মেধাক্রম ১ থেকে ৮ পর্যন্ত দুপুর ৩.৩০ টায় এবং অন্যান্য (হরিজন,দলিত,প্রতিবন্ধী, খেলোয়াড়) কোটায় মেধাক্রম ১ থেকে ৩ পর্যন্ত দুপুর ৩.৩০ টায় সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।
এফ ইউনিটে মুক্তিযোদ্ধা কোটায় আসন ৪ টি,উপজাতি কোটায় ২টি এবং অন্যান্য ১টি। মুক্তিযোদ্ধা কোটায় মেধাক্রম ১ থেকে ১০ পর্যন্ত বিকাল ৪ টায়, উপজাতি কোটায় মেধাক্রম ১ থেকে ৬ পর্যন্ত বিকাল ৪.৩০ টায় এবং অন্যান্য (হরিজন,দলিত,প্রতিবন্ধী, খেলোয়াড়) কোটায় মেধাক্রম ১ থেকে ৩ পর্যন্ত বিকাল ৪.৩০ টায় সাক্ষাতকার ও ভর্তি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়,কোটায় ভর্তির অনুমতি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ২ ডিসেম্বরের মধ্যে বিষয়ভিত্তিক নির্ধারিত ফি ব্যাংকে জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।