এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নির্মাণাধীন ভবনের ৬ তলা থেকে পা পিছলে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার২৯অক্টোবর সকালে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।এর আগে সোমবার সকাল ৯টার দিকে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কোয়াটারের ৬ তলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক জুয়েল (২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার ছায়েদুলের ছেলে। বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কোয়াটারের নির্মাণাধীন ১০তলা ভবনের ৬ তলায় কাজ করতে উঠলে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান জুয়েল। পরে তাকে অন্য শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।মঙ্গলবার সকালে জুয়েলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম