নোবিপ্রবিসাসের নির্বাচন ২০ জানুয়ারি
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
-
৭৭
বার দেখা হয়েছে

নোবিপ্রবি সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২০- ২০২১ এর তফসিল ঘোষণা করা হয়েছে এবং তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ (১৮ জানুয়ারি) সংগঠনসূত্রে এই বিষয়ে জানা যায়।নির্বাচনী আচরণবিধি, চূড়ান্ত ভোটার তালিকা আজ (১৮ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা ১৯ জানুয়ারি প্রকাশিত হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
নোবিপ্রবিসাসের নেতৃবৃন্দ জানান,নোবিপ্রবিসাসের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে।ভোট গ্রহণ চলবে সকাল ১০ টা ৩০ থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে দুপুর ২ ঘটিকায়।
নেতৃবৃন্দ আরো জানান,নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন ও ড.আব্দুল কাইয়ুম মাসুদ।
এদিকে নির্বাচন ঘিরে সাংবাদিক সমিতির সদস্যদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
Please Share This Post in Your Social Media