
নোবিপ্রবি প্রতিনিধি।।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বৃহত্তর রংপুর বিভাগ ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে মাসুম আল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মিনহাজুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি মাসুম আল হাসান বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও নবনিযুক্ত সাধারণ সম্পাদক মো: মিনহাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।
কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুজন শেখ,জান্নাতুল ফেরদৌস, নয়ন খান,কুদরত ই খুদা( পলাশ),সামিয়া আক্তার শসি,জান্নাতুল ফেরদৌস জ্যোতি, মাকসুদুল রহমান মিনাম।যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সুজন,মেহেদী হাসান শাওন,কাইয়ুম ইসলাম সৈকত,আল আমিন,মোঃ ফয়সাল সহ মোট ৮৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষক মোঃ রিফাত হাসান, জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোঃ শাহরিয়ার কবির শাকিল,মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক সঞ্জয় কুমার মুখার্জি ও ফয়সাল হোসেন, অর্থনীতি বিভাগের শিক্ষক মোঃ আহসান – উল- হক, পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোনজের হোসেন সরকার ও আতকিয়া তাসনিম, ইলেক্ট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এম এ জাহাদুন নবী।
নতুন এই কমিটির অনুমোদন করেন বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষক মোঃ রিফাত হাসান, জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মোঃ শাহরিয়ার কবির শাকিল,মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক সঞ্জয় কুমার মুখার্জি, অর্থনীতি বিভাগের শিক্ষক মোঃ আহসান – উল- হক, পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোনজের হোসেন সরকার ও আতকিয়া তাসনিম, ইলেক্ট্রিকাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এম এ জাহাদুন নবী।
নবনিযুক্ত সভাপতি মাসুম আল হাসান অনুভূতি প্রকাশ করে বলেন, “নোবিপ্রবিস্থ নিজ জেলার মানুষদের নিয়ে প্রাণের সংগঠন বৃহত্তর রংপুর বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ। শুধু নামে মাত্র একটি সংগঠন নয়, এটি নিজ এলাকার মানুষদের সংগঠন, এখানে একটি আবেগ কাজ করে। যেখানের সবার সাথে দেখা হলে নিজ এলাকার কথা মনে পড়ে। নতুন নেতৃবৃন্দের কাছে অনুরোধ সবাই নিজ নিজ জায়গা থেকে সংগঠনের কাজ করে যাবেন।”
উল্লেখ্য,বৃহত্তর রংপুর বিভাগ থেকে অাগত নোবিপ্রবিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের বিপদ-আপদে পাশে দাঁড়াতে, ভর্তি পরীক্ষা দিতে আসা নতুন শিক্ষার্থীদের ও ভর্তি পরবর্তী করণীয় বিষয়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতায় কাজ করার লক্ষ্যকে সামনে রেখে বৃহত্তর রংপুর বিভাগ ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়।