আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নোয়াখালীতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রোববার নোয়াখালীর সদরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জেলার সদর উপজেলার চর উরিয়া গ্রামের কহিনুর আক্তারের সাথে পার্শ্ববর্তী সোনাপুর গ্রামের আনোয়ার হোসেনের বিয়ে হয়। এরই মাঝে তাদের একটি শিশু সন্তানের জম্ম হয়। ঘটনার দিন বাড়ির লোকজন কহিনুর আক্তারকে (২৩) বসত ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ তাকে উদ্ধার
করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।