ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধি।। ২৪ জুলাই শুক্রবার নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশক্রমে ওসি ডিবির নেতৃত্বে ডিবির একটি টীম বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ী এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে ০৩ টি চোরাই মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোরচক্রের সদস্য জাবেদ (২৭) ও দুলাল (৩০) কে আটক করে।
আটককৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের রফিক উল্লাহর ছেলে জাবেদ ও কুমিল্লা জেলার লাকসাম থানার উত্তর গাও গ্রামের মোবারক আলীর ছেলে দুলাল। তারা দু’জন আন্তঃ জেলা চোর চক্রের সদস্য বলে জানা যায়।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবির ওসি জানান।