আমাদের বাংলাদেশ ডেস্ক: নোয়াখালীতে জেলাজুড়ে ছড়িয়ে পড়েছে ছেলে ধরা গুজব আতংক। প্রতিদিন অপরিচিত, ভবঘুরে ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করছে আতংকিত মানুষ। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী উপস্থিতি নেমে এসেছে অর্ধেকে। অনেক অভিভাবক আবার সন্তানদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। গুজব এড়াতে মাইকিং এবং লিফলেটসহ নানাভাবে সচেতন করার চেষ্টা করছে প্রশাসন। সেতু কর্তৃপক্ষকে জারি করতে হয়েছে প্রজ্ঞাপন।

শহর-গ্রাম সবখানে দ্রুত ছড়িয়ে পড়ছে আতংক। বিভিন্ন স্থানে অপরিচিত ও ভবঘুরে ব্যক্তিদের গণপিটুনী দিয়ে সোপর্দ করা হচ্ছে পুলিশে। মানসিক প্রতিবন্ধিরা নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় গেলে হয়ে যাচ্ছে ছেলেধরা। এ সাপ্তাহে কেবল বেগমগঞ্জ উপজেলায় ছয়জনকে মারধর করে থানায় দিয়েছে এলাকাবাসী। অনেকে আবার আহত হয়ে ভর্তি আছে বিভিন্ন হাসপাতালে।

গুজব নিয়ে অনেকে আছে দ্বিধায়। এরপরও গুজব সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি অভিভাবকদের। গুজবে আতংকিত হয়ে শিক্ষার্থীরা যেমন বিদ্যালয় যেতে ভয় পাচ্ছে। অন্যদিকে অভিভাবকরাও সন্তানদের বিদ্যালয়ে নিয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী উপস্থিতি নেমে এসেছে অর্ধেকে। এদিকে, জনগণকে সচেতন করতে এবং গুজবে কান না দিতে নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে বলে জানালেন পুলিশ সুপার। গুজব সৃষ্টিসহ নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে, এমনই দাবি স্থানীয়দের।