নোয়াখালী সংবাদদাতা।। নোয়াখালীর সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের আজিজপুর পোলের সামনে মোটর সাইকেলটি এসে পৌঁছলে দ্রুতগতির বিআরটিসি বাসের ধাক্কায় দাগনভূঁইয়া ইকবাল মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোটরসাইকেল আরোহী আবু বক্কর প্রকাশ নাইম (১৮) ঘটনাস্থলে নিহত হয়েছে।এসময় মোটরসাইকেল আরোহী কলেজের অপর ছাত্র আবদুল্লাহ আল মারুপ (১৮) গুরুত্বর আহত হয়েছে।
দুর্ঘটনায় পতিত মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। স্থানীয় এলাকাবাসী ঘাতক বাসটি আটক করেছে। ওই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯টারদিকে।
নিহত নাইমের বাড়ি সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে। সে ওই গ্রামের নুরুল আমিন মানিকের ছেলে। এবং আহত আবদুল্লাহ আল মারুপের বাড়ি ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে সে ওই গ্রামের হাবিব উল্লা মাষ্টার বাড়ির মোঃ আইয়ুব আলীর ছেলে।
আহত কলেজ ছাত্র আবদুল্লাহ আল মারুপ জানায়,তারা দুই বন্ধু মোটরসাইকেল যোগে ছমির মুন্সিরহাট বাজার থেকে দাগনভূইয়া ইকবাল মেমোরিয়াল কলেজের দিকে রওয়ানা দিয়ে আজিজপুর পোলের সামনে পৌঁছলে ফেনী থেকে লক্ষীপুর গামী দ্রুত গতির বিআরটিসি বাস মোটরসাইকেলটিকে ধাক্কাদিলে মোটরসাইকেলটি মূহুর্তের মধ্যে দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনার স্থলেই আবু বক্কর প্রকাশ নাইম মারা যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ছমির মুন্সিরহাট সেবা হাসপাতালে ভর্তি করান। এ খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ও ঘাতক বাসটি জব্দ করে।
অ/রি