ফখরুদ্দিন রিপন,নোয়াখালী প্রতিনিধি।।নোয়াখালীর সেনবাগে উপজেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে শতাধিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন সেনবাগ উপজেলা পরিষদ।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী প্রতিবন্ধি সদস্যদের হাতে আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ার ও হাতল সহায়ক উপকরণ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার, ভাইস চেয়ারম্যান গোলাম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নসরুল্লাহ আল মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা আবুল হাসেম বিএ, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন ভূঁইয়া, যুবলীগ নেতা সুমন সহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম