প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৯:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০১৯, ৯:১২ পূর্বাহ্ণ
নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত

আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নোয়াখালীর সোনাইমুড়িতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে টিপু, জাবেদ ও হারুন নামে তিন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার (১৭ নভেম্বর) রাত ১০টায় আফানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টিপু, জাবেদ, হারুন ও মাসুম নামের চার যুবক মোটর সাইকেলে করে বেগমগঞ্জ থেকে সোনাইমুড়ি যাচ্ছিলেন। এসময় একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনা স্থলেই মারা যান টিপু, জাবেদ ও হারুন। আশংঙ্কাজনক অবস্থায় মাসুমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও আটক করা হয়েছে বাসটি।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম