মাহমুদুর রশিদ রাজু নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সেনবাগ উপজেলার সূর্য সন্তান জনপ্রিয় মেধাবী, সদা হাস্যজ্বল, নম্র, ভদ্র, বিনয়ী, সেনবাগ উপজেলার সাবেক ছাত্রনেতা। আগামীর গৌরবান্বিত অহংকার সেনবাগ উপজেলার আইনজীবী" রায়হান সবুজ এর আজ শুভ জন্মদিন। সেনবাগ উপজেলার প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল থেকে বেশি এসেছে জন্মদিনের অভিনন্দন ও শুভেচ্ছা।
সেনবাগ উপজেলার মানুষ জানিয়েছেন রায়হান সবুজকে আগামীর পথচলা সুন্দর এবং সুস্থ হওয়ার আহ্বান পাশাপাশি তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছেন। রায়হান সবুজ নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও পূর্বে বাংলাদেশ সেন্ট্রাল‘ ‘ল‘ কলেজের সভাপতি ছিলেন। সেনবাগ উপজেলার মানুষের কামনা তার উত্তর উত্তর সফলতা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম