ফখরুদ্দিন শাহ (রিপন)নোয়াখালী প্রতিনিধি।।নোয়াখালীর সেনবাগে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান আজ ২৩ জানুয়ারি শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকার ভোগীদের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন, নোয়াখালী- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম। এসময় আরও উপস্থিত ছিলেন- সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: গোলাম কবির ,মহিলা ভাইসচেয়ারম্যান মরিয়ম সুলতানা, জেলা পরিষদ সদস্য রেজিয়া আক্তার বকুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ক্ষেমালিকা চাকমা, সেনবাগ থানা অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধা,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রমুখ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় অতিথিবৃন্দ উপজেলার গৃহহীন ৮টি পরিবারের মাঝে ২ শতক করে জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান, নামজারি ডিসিআর ও গৃহ প্রদানের সনদপত্র এবং চাবি হস্তান্তর করেন।
উল্লেখ্য যে,নোয়াখালী জেলার ৯টি উপজেলায় সর্বমোট ৮৫৫ জন গৃহহীন পরিবারকে পর্যায় ক্রমে গৃহ প্রদানের সনদ ও চাবি দেওয়া হবে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম