এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধি: প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানের দাবিতে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ঘন্টা কর্মবিরতি পালন করেছে নোয়াখালী জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা।সারাদেশে ই এ কর্মসূচি পালিত হয়েছে বলে জানা যায়।এ সময় শিক্ষকেরা ক্লাসে না গিয়ে অফিস কক্ষে অবস্থান করেন।এতে করে প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বিশেষ করে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী কোমলমতি ছাএছাএীদের পড়ালেখার চরম বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া আগামিকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, ১৬তারিখ অর্ধদিবস ও ১৭তারিখ পূর্ণ দিবস কর্মবিরতি পালনের কর্মসূচি রয়েছে বলে জানা যায়।
আবা/ রিফাত