নড়াইল সংবাদদাতা।।নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা থেকে ডর-বল্লাহাটি পর্যন্ত রাস্তাটি একেবারেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।
মনে হচ্ছে এটা ধানরোপন করা জমি। কিন্তু বাস্তবে তা নয়। এটা মানুষ ও যানবাহন চলাচলের রাস্তা। জানা যায়, উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা থেকে ডর-বল্লাহাটি পর্যন্ত রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। তারপরও বা’ধ্য হয়ে প্রতিদিন শত-শত মানুষ এরাস্তা দিয়ে মেইন সড়কে উঠে পার্শ্ববর্তী গোপালগঞ্জ, বিভাগীয় শহর খুলনা, জেলা সদর,উপজেলা ও নড়াগাতী থানায় চলাচল করে থাকে।
কিন্তু এ রাস্তার দিকে জন প্রতিনিধি বা যথাযথ কর্তৃপক্ষের কোন খেয়াল নেই বলে এলাকাবাসীর অভিযোগ। জনস্বার্থে রাস্তাটি নির্মাণ করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত রাস্তাটি নির্মাণের আহবান জানিয়েছেন এলাকার সচেতন মহল।